Breaking News
Home / শিল্প-সাহিত্য / কবিতা / জন্মগন্ধিগ্রাম

জন্মগন্ধিগ্রাম

জন্মগন্ধিগ্রামখানি রোজ গায়ে
মাখি। যেন সুঁই-সুতোর ফোড়নে
জ্যান্ত কাথা। নড়েচড়ে। ক্লান্তি এলে
পাশ ফিরে শোয়।

আপাদঅরণ্য তার মাতৃময় দুঃখ।
এখানে দুঃখের ভেতর খেলে স্মৃতি।
সদ্যগর্ভা শিশুর মতো কেঁদে ওঠে
গাছের বাকল।

প্রতিদিন দিন আসে নিজস্ব নিয়মে।
রাতগুলি মরে যায় কালোসুতোর
আমাজানে। কোথায় লুকানো তবে
ধ্রুপদী দুপুর!

আমিও চাইলেই পাই আম্মার
কোলের আরাম। আব্বার চুমোর
পান-পান-গন্ধ। রুহুল ইসলাম
মোয়াজ্জিনের আজানধ্বনি।

জন্মগন্ধিগ্রামখানি বড় ভালোবাসি।
আমার গ্রামের নাম রওশন আরা
বেগম। ওহে, কী এমন ক্লান্তি আছে
জমা, কী এমন হরিষেবিষাদ? আহ,
গ্লোবাল মমতা, তুমিও রয়েছো মিশে
সিন্ধুময় হৃদয়খণ্ড জুড়ে।

About

মন্তব্য করুন