রজনী গন্ধা ফুলের গ্রানে-
ভালবেসেছিলাম তোমায়;
কোন কবিতার ছন্দে নয়।
আমি কবিতা বুঝিনা
পারিনা বাংলা ছিনেমায়
নায়িকার প্রতি নায়কের প্রেম নিবেদন করার স্টাইল।
শুধু জানি-
আমি ভালবাসি। ভালবাসি তোমায়।
আমার হ্রদয়ে তোমাকে অনুভব করি
রক্তের স্রোতধারার সাথে- মিসে আছ তুমি।
হৃদয়ের স্পন্দনের সাথে
প্রাণবন্ত আমার ভালবাসা তুমি।
১৯.০৬.২০১৭
বাগদাদ, ইরাক, পৃথিবী