Breaking News
Home / বিনোদন / OMG! প্রিয়াঙ্কার মাত্র পাঁচ মিনিটের পারফরম্যান্সের মূল্য এত!

OMG! প্রিয়াঙ্কার মাত্র পাঁচ মিনিটের পারফরম্যান্সের মূল্য এত!

জানাও.কম বিনোদন ডেস্ক: দেশি গার্ল হলেও হলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন। টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র তৃতীয় মরশুমের শুটিং চলছে। হাতে একাধিক হলিউড ছবির প্রজেক্ট রয়েছে। এরই মধ্যে চলছে আবার গানের প্রস্তুতি। অস্কার থেকে গ্র্যামি সমস্ত রেড কার্পেটেই তাঁর চাহিদা তুঙ্গে। মঞ্চে দাঁড়িয়ে আবার নামী-দামী তারকাদের হাতে পুরস্কারও তুলে দিচ্ছেন। সম্প্রতি আবার ইউনিসেফের হয়ে সমাজসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে মাদার টেরিজা স্মৃতি পুরস্কারে ভূষিত হয়েছেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রাক্তন বিশ্বসুন্দরীর কদর বেড়েই চলেছে। সেই কদরের আঁচ এবার বলিউডও পেতে চলেছে।

About জানাও.কম

মন্তব্য করুন