তাঁদের বন্ধুত্বের গল্প নতুন নয়। সাধারণত বলা হয় যে দুই নায়িকা নাকি কখনও বন্ধু হতে পারে না। কিন্তু সেই মিথকে ভুল প্রমাণিত করে দিয়েছেন আলিয়া ভট্ট এবং ক্যাটরিনা কাইফ। অনেকদিন ধরেই তাঁদের বন্ধুত্বের কথা কানে আসে। কাজের অবসরে প্রায় সময়ই তাঁরা একে-অপরের সঙ্গে থাকেন। সেই ধারা বজায় রেখে এবারের ক্রিসমাসও একসঙ্গে সেলিব্রেট করলেন আলিয়া এবং ক্যাটরিনা। ক্রিসমাস ট্রি সাজানো থেকে শুরু করে লাইট লাগানো, ক্রিসমাস কেক কাটা, সবই করলেন এই দুই নায়িকা।