ত্রি-দেশীয় ক্রিকেট সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সোমাবার (১৫ জানুয়ারি) সকালে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ টস অনুষ্ঠিত হয়। টস জিতে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেমারকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। দুপুর ১২টায় ম্যাচটি শুরু হয়।
আর টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলেছে জিম্বাবুয়ে। সাকিবের এক ওভারেই দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। প্রথম ওভারেই জিম্বাবুয়ের ওপেনিং ব্যাটসম্যান সলোমন মিরেকে স্টাম্পড করেছেন সাকিব আল হাসান। ক্রেইগ এরবিন ক্যাচ আউট পরের বলেই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯ রান।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন এবং সানজামুল ইসলাম।