সংবিধানে এমন কোন বিধান নেই যে জ্যেষ্ঠতম বিচারপতিকেই প্রধান বিচারপতি করা হবে। তাই রাষ্ট্রপতি সংবিধানসম্মত ভাবেই প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন। আজ শুক্রবার দুপুরে সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এই কথা বলেন।
এর আগে আজ সকালে দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। যদিও সুপ্রিমকোর্টের আপীল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি ছিলেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া।
এদিকে অ্যাটর্নি জেনারেল বলেন, আপীল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকেই প্রধানবিচারপতি করা হবে কি, হবে না এটা রাষ্ট্রপতির বিচার বিবেচনার বিষয়। এর আগেও জ্যেষ্ঠতম বিচারপতির বদলে অন্য বিচারপতি কে প্রধান বিচারপতি নিয়োগ দেয়ার নজির আছে। তবে আবদুল ওয়াহাব মিয়া বিচারপতি পদে থাকবেন কিনা সেটা তার মানসিকতার ব্যাপার। আর এই জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হবে না। কারণ দক্ষতার বিচারে আবদুল ওয়াহহাব মিয়া ও সৈয়দ মাহমুদ হাসান কেউ কম না।