Breaking News
Home / বিনোদন / মুক্তি পেল অক্ষয়ের গোল্ড ছবির টিজার

মুক্তি পেল অক্ষয়ের গোল্ড ছবির টিজার

মুক্তি পেল অক্ষয় কুমারের গোল্ড ছবির টিজার। সোমবার ছবিটির টিজার প্রকাশ হওয়ার পর ২৪ ঘন্টা না পেরোতেই ইউটিউবে প্রায় ৬৭ লাখ বার দেখা হয়ে যায়
গোল্ডে অক্ষয় একজন হকি খেলোয়াড়ের ভূমিকায়, যিনি হকিকে ততটাই ভালবাসেন যতটা ভালবাসেন সদ্য পরাধীনতা কাটিয়ে ওঠা দেশকে। ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়ে স্বাধীন ভারতকে তার প্রথম অলিম্পিক সোনা পাইয়ে দেওয়ার স্বপ্ন দেখেন তিনি। ১৯৪৮-এর অলিম্পিকে ভারতের হকিতে সোনা পাওয়ার কাহিনী ছবিতে তুলে ধরা হয়েছে।
রীমা কাগতির পরিচালনায় ছবিতে আরো অভিনয় করেছেন মৌনী রায়, অমিত সাধ, বিনীত সিংহ, সানি কৌশল, কুণাল কপূর প্রমুখ।

About জানাও.কম

মন্তব্য করুন