Breaking News
Home / বিনোদন / আনুশকা নয় নায়িকা পূজা

আনুশকা নয় নায়িকা পূজা


গুঞ্জন ছিল অভিনেত্রী আনুশকা শেঠিকে বিয়ে করছেন নায়ক প্রভাস। পরবর্তীতে আনুশকা স্পষ্ট জানিয়ে দেন যে, বাহুবলীর সঙ্গে দেবসেনার জুটি রিল লাইফেই ভালো লাগে। রিয়েলে ওই জুটির কোনো অস্তিত্ব নেই।
আনুশকার এমন মন্তব্য করার ঠিক একদিন পরেই নতুন গুঞ্জন শুরু। টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের মহেঞ্জদাড়-র নায়িকা পূজা হেগড়েকেই এবার দেখা যাবে প্রভাসের সঙ্গে। না রিয়েল লাইফে নয়, পরবর্তী ছবিতে দক্ষিণী সুপারস্টারের সঙ্গে জুটি বাঁধছেন পূজা।
জানা গেছে, ‘সাহো’-র পর যে ছবির জন্য হোমওয়ার্ক শুরু করেছেন প্রভাস, সেখানেই এবার দেখা যেতে পারে পূজা হেগড়েকে। আগামী এপ্রিল মাস থেকেই নাকি শুরু হবে নতুন এই ছবির শুটিং।

About জানাও.কম

মন্তব্য করুন