Breaking News
Home / আন্তর্জাতিক / ‘আইএস থেকে তেল কিনে ইসরায়েল’

‘আইএস থেকে তেল কিনে ইসরায়েল’

ইসরায়েল সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে তেল কিনে বলে অভিযোগ করেছেন ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের এক আরব বংশোদ্ভূত সদস্য।

সোমবার তিনি ওই অভিযোগ করেন। ওয়াইনেট নিউজ জানিয়েছে, সংসদে বক্তব্য দেয়ার সময় সংসদ সদস্য আইদা তুমা সোলায়মান বলেন, লেবানন ও সিরিয়ার সঙ্গে উত্তর সীমান্তে সম্পর্ক খারাপ করে ইচ্ছাকৃতভাবে ইসরায়েল নিরাপত্তা ব্যবস্থাকে হুমকিতে ফেলছে।

আইএসের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি সব ধরনের চরমপন্থীদের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিরুদ্ধে। আইএসের মতো যেসব সংগঠন মানুষকে গণহারে হত্যা করছে, তাদেরও বিরুদ্ধে।’

তিনি আরো বলেন, ‘এমন না যে, শুধু আমিই আইএসের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের কথা জানি। ইসরায়েলি সরকারের সঙ্গে আইএসের সম্পর্কের বিষয়টি জাতিসংঘও জানে।’

সোলাইমানের ভাষায়, ‘আইএসের থেকে তেল কেনাসহ এই সম্পর্কের শক্ত প্রমাণ আছে। নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি সরকারই এসব করেছে।’

About জানাও.কম

মন্তব্য করুন