জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছিল আফগানিস্তান। পঞ্চম ও শেষ ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় আরেকটি বড় হারের ত্ক্তি স্বাদ পেল গ্রায়েম ক্রিমার বাহিনী।
২৪২ রানের লক্ষ্য তাড়ায় ৯৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ফলে ১৪৬ রানের বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে তারা। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে ৪-১ ব্যবধানে সিরিজ জিতলো আফগানিস্তান।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে জাভেদের ৭৬ ও রশিদ খানের ৪৩ রানের ওপর ভর করে ২৪২ রানের লক্ষ্য দেয় আফগানিস্তান। দুটি করে উইকেট নেন সিকান্দার রাজা, তেন্দাই চাতারা ও ব্লেজিং মুজারাবানি।
রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট বিলিয়ে দেয়ার মহড়ায় নামে জিম্বাবুয়ে। তবে ২ উইকেটে ৭২ রানে নিয়ে যাওয়ার পর নাটকীয় ধসে মাত্র ২৩ রান যোগ করতে শেষ ৮ উইকেট হারিয়ে একশ পর্যন্তও যেতে পারেনি দলটি। সর্বোচ্চ ৩৪ রান করেন আরভিন। টেইলর ফিরেন ২৭ রান করে।
১৩ রানে ৩ উইকেট নিয়ে আফগানিস্তানের সেরা বোলার লেগ স্পিনার রশিদ। দুটি করে উইকেট নেন আশরাফ ও মোহাম্মদ নবি।