রেলখাত সংস্কারে বাংলাদেশকে ৩৬০ মিলিয়ন ডলার ঋণদান করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। বুধবার এ বিষয়ে অনুমোদন দেয় সংস্থাটি।
এডিবির ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের জন্য আধুনিক রোলিং স্টক ক্রয় ও দেশের সামগ্রিক রেল ব্যবস্থাপনার উন্নয়নে ওই অর্থ ব্যবহৃত হবে।
এডিবির সিনিয়র পরিবহণ বিশেষজ্ঞ সুনেইউকি সাকাই বলেন, ‘যাত্রী ও পণ্য পরিবহনের জন্য সড়কপথের চেয়ে তুলনামূলক কম খরচে, নিরাপদে ও জ্বালানি সাশ্রয় করে সেবা দেয় বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এই খাতটি বিনিয়োগের অভাব, জরাজীর্ণতা ও অনির্ভরযোগ্য রোলিং স্টকের কারণে পিছিয়ে আছে।’
তিনি আরো বলেন, ‘নতুন প্রযুক্তি, যন্ত্রপাতি ও প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের কার্যক্রম আরো এগিয়ে নেবে এডিবির রোলিং স্টক অপারেশন ইমপ্রুভমেন্ট প্রোজেক্ট। এটি হবে পরিবেশবান্ধব, আরো দক্ষ। এই প্রক্রিয়ায় কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণও কমবে।’
এডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঋণের মাধ্যমে বিনিয়োগ সমস্যা দূর হবে ও রেলওয়ের আধুনিকায়ক হবে। এই অর্থ দিয়ে ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ, ১২৫টি ভ্যান ও এক হাজার ওয়াগন কেনা হবে।
প্রকল্পের মোট ব্যয় ৪৫৩.৩৭ মিলিয়ন ডলার। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ৯৩.৩৭ ডলার। ২০২২ সালের জুন মাস নাগাদ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।