পাকিস্তান সুপারি লিগের (পিএসএল) শেষ ম্যাচ খেললেন মোস্তাফিজুর রহমান। রোমাঞ্চকর এই ম্যাচ সুপার ওভারে গড়ালেও জিততে পারেনি তার দল লাহোর কালান্দার্স। মোস্তাফিজের সুপার ওভারেই তাদের হারিয়ে দিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড।
শুক্রবার (০২ মার্চ) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১২১ রান করে ইউনাইটেড। ৩৬ বলে ৩টি ও ১ ছক্কায় সর্বোচ্চ ৩৪ রান করেন জেপি দুমিনি। ২১ বলে ১টি চার ও ২টি ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন হুসাইন তালাত।
নির্ধারিত চার ওভারে ৩৯ রান দেয়া মুস্তাফিজুর ইনিংসের শেষ ওভারে একটি উইকেট দখলে নেন। তিনি শাদাব খানকে আউট করেন।
জবাবে আঘা সালমানের ৩৫ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৪৮ রানে জয়ের আশা জাগায় লাহোর। কিন্তু শেষ দিকে নিয়মিত উইকেট হারানোর মহড়ায় তারা ১৯.৪ ওভারে ১২১ রানে গুটিয়ে গেলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে আগে ব্যাট করে ১ উইকেটে ১৫ রান করে লাহোর। জবাবে প্রথম ৫ বলে ১৩ রান তুলে ফেলে ইউনাইটেড। শেষ বলে ৩ রানের দরকার ছিল। যা আন্দ্রে রাসেলের ব্যাট থেকে চলে আসে। ফলে পরাজয় বরণ করেই মাঠ ছাড়ে মুস্তাফিজরা।