Breaking News
Home / আন্তর্জাতিক / এবার বিশ্বের সবচেয়ে সেরা ধনী জেফ বেজোস

এবার বিশ্বের সবচেয়ে সেরা ধনী জেফ বেজোস


ব্যবসা বাণিজ্য ভিত্তিক ম্যাগাজিন ফরচুনের মতে, ২০১৮ সালের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজোস।
মঙ্গলবার এক পরিসংখ্যানে তারা জানায়, ১১২ বিলিয়ন সম্পদের মালিক জেফ বিশ্বের ধনীদের মধ্যে শীর্ষে আছেন। তার পরেই ৯০ বিলিয়ন সম্পদ নিয়ে আছেন তথ্য প্রযুক্তির বৃহৎ প্রতিষ্ঠান মাইক্রোসফটের বিল গেটস এবং ৮৪ বিলিয়ন সম্পদ নিয়ে আছেন বিশ্বের বৃহত্তম হোল্ডিং প্রতিষ্ঠান বের্কশাইর হাথাওয়ের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেট। ফরচুনের ধনীদের তালিকায় প্রধান ১০ জনের মধ্যে অর্ধেকই এসেছে প্রযুক্তি কোম্পানিসমূহ থেকে। যার মধ্যে সাতটিই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান। ৭২টি দেশের ২,২০৮ জন কোটিপতি ওঠে আসেন ফরচুনের ৩২ তম বার্ষিকীর এ পরিসংখ্যানে। যাদের সর্বমোট সম্পদ হচ্ছে ৯.১ ট্রিলিয়ন ডলার, যা আগের বছর থেকেও ১৮ ভাগ বেশি। ফোর্বস জানাচ্ছে, প্রথম ২০ জন ধনী ব্যক্তির মোট সম্পদ হচ্ছে ১.২ ট্রিলিয়ন ডলার। সবচেয়ে বেশি ৫৮৫ জন কোটিপতি ব্যক্তির নাম এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এরপর চীন, হংকং, ম্যাকাও ও তাইওয়ান থেকে এসেছে ৪৭৬ জন কোটিপতির নাম। ২০১৮ সালে প্রথমবারের মত ধনীদের তালিকায় ঢুকলেন এরকম আছেন ২৫৯ জন। যার ৮৯ জনই চীনের। আগের বছরও ৯৮.৬ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে র‍্যাংকিং-এর প্রথম স্থানে ছিলেন বেজোস। সূত্র: আনাদলু

About জানাও.কম

মন্তব্য করুন