সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলের মাঝামাঝি সময় দু’দিনের ল্যাটিন আমেরিকা সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মাসের ১৩ ও ১৪ তারিখ দু’দিনের সফরে যাবেন ট্রাম্প।
হোয়াইট হাউজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যাত্রায় পেরু ও কলম্বিয়া সফর করবেন। এসময় তিনি পেরুতে অনুষ্ঠিত আমেরিকা সম্মেলনে যোগদান করবেন।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই ট্রাম্পের প্রথম ল্যাটিন আমেরিকা সফর। পেরুতে ১৩ ও ১৪ তারিখ অনুষ্ঠেয় সম্মেলনে আমেরিকা ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন নেতারা অংশ গ্রহণ করবেন। সেখান থেকে ট্রাম্প কলম্বিয়া সফর করবেন। শুক্রবার হোয়াইট হাউজ থেকে দেয়া বিবৃতিতে, ট্রাম্পের ল্যাটিন আমেরিকা নিশ্চিত করা হয়। খবর রয়টার্স।
কিন্তু এর আগে গুরুত্বপূর্ণ ওই সম্মেলনে প্রেসিডেন্টের অংশগ্রহণ নিয়ে নানা বিতর্কের তৈরি হয়। তবে ধারণা করা হচ্ছিল যে, তিনি এই গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ নাও দিতে পারেন।