Breaking News
Home / অন্যান্য / ফের বিয়ের পিঁড়িতে সানি লিওন!

ফের বিয়ের পিঁড়িতে সানি লিওন!


সবে ৩ সন্তানের মা হয়েছেন তিনি। এক মেয়ে, দুই ছেলেকে নিয়ে বেশ ভালই সংসার করছেন সানি লিওন। কিন্তু, স্বামী, সন্তান নিয়ে সংসারের মাঝে এবার ফের বিয়ের পিঁড়িতে বসতে দেখা গেল সানিকে।

ঘটনাটা খুলেই বলা যাক তাহলে। বিয়ের সপ্তম বার্ষিকীতে এবার সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবারের ছাদনাতলায় বসার সেই ছবি ভাইরাল হল। যেখানে কখনও পঞ্জাবি পরিবারের মেয়ে কিরণজিত কউর ওরফে সানি লিওনের সঙ্গে বিয়ে হচ্ছে ড্যানিয়েলের।

আবার কখনও সাদা রঙের গাউন পরে ড্যানিয়েলকে বিয়ে করতে দেখা যাচ্ছে বলিউডের ‘বেবি ডল’-কে। যে ছবি প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।

এদিকে মহারাষ্ট্রের লাতুর থেকে নিশাকে দত্তক নেওয়ার পর সারোগেসির মাধ্যমে নোয়া এবং এসারের মা হন সানি। কিন্তু, যমজ সন্তানের জন্মের পরও তাদের কেন এখনও ভারতে আনেননি সানি লিওন, তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।

About জানাও.কম

মন্তব্য করুন