কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিএনপির অপরাজনীতির স্বপ্ন বাতাসের মতো উড়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, কোটা আন্দোলনে নোংরা রাজনীতি করতে না পেরে বিএনপি হতাশায় ডুবে গেছে। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল একটি সাহসী পদক্ষেপ। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই এবার দেশব্যাপী শান্তিপূর্ণভাবে পহেলা বৈশাখের অনুষ্ঠান পালিত হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, আন্দোলন করার মতো কোনো ইস্যু নেই বলেই দেশের স্থিতিশীল অবস্থাকে মেনে নিতে পারছে না বিএনপি।