Breaking News
Home / বাংলাদেশ / পর্যটন / পর্যটন বাংলাদেশ । পর্ব – ০১

পর্যটন বাংলাদেশ । পর্ব – ০১


ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ । প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এ স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। সুলতান আলা-উদ-দীন শাহ এর শাসনামলে (১৪৯৩-১৫১৯ খ্রিষ্টাব্দে) ওয়ালি মোহাম্মদ নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন । মসজিদের মাঝের দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে এ তথ্য জানা যায় । তবে লিপির তারিখের অংশটুকু ভেঙে যাওয়ায় নির্মাণকাল জানা যায় নি । এটি কোতোয়ালী দরজা থেকে মাত্র ৩ কি.মি. দক্ষিণে । মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন । এটি হোসেন-শাহ স্থাপত্য রীতিতে তৈরি ।

এই মসজিদটিকে বলা হতো ‘গৌড়ের রত্ন’ । এর বাইরের দিকে সোনালি রং এর আস্তরণ ছিল, সূর্যের আলো পড়লে এ রং সোনার মতো ঝলমল করত । প্রাচীন গৌড়ে আরেকটি মসজিদ ছিল যা বড় সোনা মসজিদ নামে পরিচিত । এটি তৈরি করেছিলেন সুলতান নুসরত শাহ । সেটি ছিল আরও বড় । তাই স্থানীয় লোকজন এটিকে ছোট সোনা মসজিদ বলে অবহিত করতো, আর গৌড় নগরীর মসজিদটিকে বলতো বড় সোনা মসজিদ ।

তথ্য সুত্রঃ Tourist Club Bangladesh
ফেসবুকঃ https://web.facebook.com/Touristcbd/

About জানাও.কম

মন্তব্য করুন