Breaking News
Home / বিনোদন / ভারত ছবির শুটিংয়ে সালমান, থাকবেন প্রিয়াঙ্কাও

ভারত ছবির শুটিংয়ে সালমান, থাকবেন প্রিয়াঙ্কাও


ঠিক দুই বছর পর ফের বলিউডে দেখা যাবে দেশী গার্ল খ্যাত প্রিয়াঙ্কা চোপড়াকে। সালমান খানের ভারত ছবিতে কাজ করতে চলেছেন তিনি। ইতোমধ্যেই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা।

মার্কিন টিভি সিরিজ কোয়ান্টিকো নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা নিয়মিত দেশে ফিরলেও বলিউডি ছবিতে কাজ করেননি দীর্ঘদিন। বলছিলেন, ভাল চিত্রনাট্য পাচ্ছেন না। অবশেষে সেই খরা কাটতে চলেছে। অপেক্ষায় থাকা অনুগামীরা আবার এ দেশের বড় পর্দায় দেখতে পাবেন তাকে।

জুলাইতে ভারত-এর শ্যুটিং শুরু করবেন প্রিয়াঙ্কা। আপাতত তিনি তার দ্বিতীয় হলিউডি ছবি ‘দ্য কিড লাইক জ্যাক’ নিয়ে ব্যস্ত। ছবির ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে।

About জানাও.কম

মন্তব্য করুন