Breaking News
Home / শিক্ষা / এস.এস.সি / এসএসসি ও সমমানে গড় পাসের হার ৭৭.৭৭ শতাংশ

এসএসসি ও সমমানে গড় পাসের হার ৭৭.৭৭ শতাংশ


মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের (দাখিল ও এসএসসি-ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ১০ বোর্ডে পাসের গড় হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। যা গতবারের চেয়ে ২ দশমিক ৫৬ শতাংশ কমেছে।

রবিবার (৬ মে) সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় তিনি ফলাফলের কিছু অংশ তুলে ধরেন।

১০ বোর্ডের মধ্যে এসএসসিতে পাসের হার ৭৯ দশমিক ৮৯ শতাংশ, মাদরাসা বোর্ডে ৭০ দশমিক ৮২ শতাংশ ও কারিগরিতে ৭১ দশমিক ৯৬ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লক্ষ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১ লক্ষ ৪ হাজার ৭৬১ জন।

দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত ফলাফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

About জানাও.কম

মন্তব্য করুন