মাদকবিরোধী অভিযানে কাউকে ছাড়া হবে না বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কে গডফাদার কে ডন সেটা বিচার করছি না। যারা মাদকের সঙ্গে জড়িত তাদেরই বিচার হচ্ছে। বিচার হবে।’ বুধবার (৩০ মে) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন গোয়েন্দারা কাজ করেছে। অভিযান হঠাৎ করে শুরু হয়নি। দীর্ঘদিন ধরে নজর রাখা হয়েছে তারপর কাজ শুরু হয়েছে।’ শেখ হাসিনা বলেন, ‘যে-ই গডফাদার থাকুক। কাউকে যখন ধরি ভালো করেই ধরি। কাউকেই ছাড়া হবে না। এটা একটু মাথায় রাখেন।’
মাদকবিরোধী অভিযানের মধ্য দিয়ে দেশবাসী, জনগণ, সাধারণ মানুষ স্বস্তি পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারা কিভাবে মাদক আমদানি ও সরবরাহ করছে সব তথ্য হাতে নিয়েই আইনশৃঙ্খলা বাহিনী মাদকবিরোধী অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারপ্রধান বলেন, ‘আপনারা কাকে মাদকের গডফাদার বলছেন আমি বুঝতে পারছি না। আমার কাছে কোনও গডফাদারের জায়গা নেই। আপনারা ভালো করেই জানেন, আমি যখন ধরি ভালো করেই ধরি। কাউকে কিন্তু ছাড়ি না।’