দক্ষিণ কোরিয়ার কাছে শেষ ম্যাচে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে ফিফা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি।
বুধবার (২৭ জুন) কোরিয়ার কাছে ২-০ ম্যাচে হেরেছে তারা।
লজ্জাজনক এমন হারের দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন জোয়াকিম লো। তার পদত্যাগের বিষয়ে তিনি আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
পদত্যাগের বিষয়ে কথা বলতে গিয়ে জার্মান কোচ বলেন, বিশ্বকাপ জয়ী কোচ, আমি বিদায় নেব কি না, এখনই এর উত্তর দিতে পারছি না। এ মুহূর্তে হতাশায় ডুবে আছি। আগে তা কাটিয়ে উঠতে একটু সময় দেন। বৃহস্পতিবারই চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারবেন। এখন কোনো কিছু ভাবতে পারছি না।
বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগেই জার্মানির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন লো। নতুন চুক্তি অনুযায়ী, ২০২২ সাল পর্যন্ত দলটির কোচ থাকবেন তিনি।
এখন পর্যন্ত চারবার বিশ্বকাপ জিতেছে জার্মানরা। সবচেয়ে বেশিবার সেমিফাইনাল খেলা দলও তারা। সেই জার্মানরাই এবার বিদায় নিল গ্রুপপর্ব থেকে। তাও ৮০ বছর পর। সেই ১৯৩৮ বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায় নেয় দলটি।