হুসাইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা কাজী মামুনুর রশিদ বলেছেন, উপজেলা সৃষ্টির মাধ্যমেই হুসাইন মুহাম্মদ এরশাদ প্রশাসনকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে গ্রামাঞ্চলের উন্নয়নে কাজ করেছেন। দেশের উন্নয়ন করতে জাতীয় পার্টির বিকল্প নেই।
শুক্রবার (২৯ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় পার্টি কার্যালয়ে বিভিন্ন দল থেকে শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, এরশাদই কেবল এই দেশের সাধারণ মানুষের কথা ভাবেন। তাই তাঁকে বলা হয় পল্লীবন্ধু। আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় আনার জন্য দাবি জানান তিনি।
অনুষ্ঠানে নবীনগর পৌর শাখার সভাপতি মো: ইদন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এ.টি.এম আবদুল্লাহ মাষ্টার, যুগ্ম আহবায়ক রজব আলী মোল্লা,সদস্য সচিব মোঃ মোসলেম উদ্দিন মৃধা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস সহ আরো অনেকই। অন্যদিকে দুপরে জাতীয় পার্টি জাতীয় ছাত্র সমাজের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।