বেশ বড় চ্যালেঞ্জের মাঝেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ক্যারিবিয়দের বিপক্ষে টেস্টেও একই হাল। বাংলাদেশ ক্রিকেট দল সবমিলে পরাজয়ের বৃত্তে বন্দি একটা দল। সেই দলকে ব্যর্থতা থেকে বের করার দায়িত্ব এখন মাশরাফী বিন মোর্ত্তজার কাঁধে। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক রোববার গায়ানার ম্যাচ নিয়ে বলেছেন, ২৬০-২৮০ রান এখানে হবে ভালো স্কোর।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা সাড়ে ৭টায়। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই মাঠে বাংলাদেশ সর্বশেষ খেলেছে ১১ বছর আগে। ২০০৭ বিশ্বকাপের সেই ম্যাচে অবশ্য জয়ের স্মৃতি টাইগারদের। দক্ষিণ আফ্রিকাকে সেই ম্যাচে হারায় টাইগাররা।
প্রোটিয়া বধরে কাব্য লেখা সেই মাঠে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ? শনিবার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এসময় কতো স্কোর লড়াই করার মতো ভালো পুঁজি হতে পারে? এমন প্রশ্নে মাশরাফী বলেন, ‘দীর্ঘদিন আগে এখানে খেলেছি। সেই ২০০৭ সালে। আশাকরি ২৬০-২৮০ এখানে খুব ভালো স্কোর হবে।’