Breaking News
Home / বাংলাদেশ / সিইসির সঙ্গে বৈঠকে বার্নিকাট

সিইসির সঙ্গে বৈঠকে বার্নিকাট


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বৃহস্পতিবার (২৬ জুলাই) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

আসন্ন তিন সিটি নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বৈঠকে আলোচনা হবে বলে ইসি সূত্রে জানা গেছে।

এদিকে এবার রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচন পর্যবেক্ষণ করবেন কূটনীতিকরা। এজন্য ইতোমধ্যে নির্বাচন কমিশন (ইসি) থেকে ১৮ জনের নামে নির্বাচন পর্যবেক্ষণের কার্ড ইস্যুর জন্য অনুমোদন দেয়া হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, তিন সিটি নির্বাচন পর্যবেক্ষণের জন্য মার্কিন দূতাবাস থেকে আবেদন সম্বলিত পাঁচজনের নামের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়।

এর মধ্যে রাজশাহী সিটিতে তিনজন, বরিশাল ও সিলেট সিটিতে একজন করে প্রতিনিধি নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে জানানো হয়েছে। দূতাবাসের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন থেকে পাঁচজনের পর্যবেক্ষণের অনুমোদন দেয়া হয়।

এছাড়া যুক্তরাষ্ট্র ভিত্তিক নির্বাচন সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) ৯জন প্রতিনিধি নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এর মধ্যে রাজশাহীতে ৪জন, সিলেটে ৩জন এবং বরিশালে ২জন নির্বাচন পর্যবেক্ষণে যাবেন। ইউএসএইড নামের আরেকটি আন্তর্জাতিক সংস্থার ৪জন নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

About জানাও.কম

মন্তব্য করুন