Breaking News
Home / বিজ্ঞান-প্রযুক্তি / তথ্য-প্রযুক্তি / ২০২২ সালে ফাইভজি চালু করবে ভারত

২০২২ সালে ফাইভজি চালু করবে ভারত

আগামী ২০২২ সালে দেশের পঞ্চম প্রজন্মের ইন্টারনেট ফাইভজি চালু করার ঘোষণা দিয়েছে ভারত। দক্ষিণ কোরিয়া, জাপান ও চীনের সঙ্গে দৌঁড়ে শামিল হতে এরই মধ্যে পরিকল্পনা গ্রহণ করছে দেশটি।

এশিয়ার এই দেশগুলো আগামী দুই বছরের মধ্যেই ফাইভজি যুগে প্রবেশ করতে যাচ্ছে।

ভারতের টেলিযোগাযোগ সচিব অরুণা সুন্দারাজন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২০২২ সালে ভারতে ফাইভজি চালু করার পরিকল্পনা আছে। তবে এটা নির্ভর করছে চাহিদার ওপর, এজন্য টেলিকম শিল্পকেও নড়েচড়ে বসতে হবে।

বাংলাদেশের ক্ষমতাসীন সরকার আগামী মেয়াদে নির্বাচিত হলে যেখানে ২০২০ সালের মধ্যে ফাইভজি চালু করার প্রতিশ্রুতি দিয়েছে, সেখানে এই প্রযুক্তিতে ভারত থেকে এগিয়ে থাকছে বাংলাদেশ।

সম্প্রতি শীতকালীন অলিম্পিকে ৫জি পরীক্ষা চালায় দক্ষিণ কোরিয়া। ২০১৯ সালের মার্চে বাণিজ্যিকভাবে ৫জি চালু করতে চায় দেশটি। এই বছরের শেষ নাগাদ জাপান এবং ২০২০ সাল নাগাদ ৫জি চালু করতে চায় চীন।

About জানাও.কম

মন্তব্য করুন