সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি চায় না কোটা বাতিল, সংস্কার ও পর্যালোচনায় গঠিত কমিটি। সোমবার ( ১৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রি পরিষদ সচিব শফিউল আলম এ কথা জানান।
তিনি বলেন, আমাদের কমিটি কোটা পদ্ধতি উঠিয়ে দেয়ার পক্ষে মতামত দিয়েছে। পর্যালোচনা কমিটি মেধাকে প্রাধান্য দিয়েছে। আমরা চাই যতদুর সম্ভব কোটা বাদ দিয়ে মেধায় চলে যাওয়া।
কোটা বাতিল, সংস্কার ও পর্যালোচনায় গঠিত ৫ সদস্যের এই কমিটি তাদের প্রাথমিক মতামত আরও বলেছে মুক্তিযোদ্ধা কোটা সম্পর্কে আদালতের অবজারভেশন চাওয়া হবে। মুক্তিযোদ্ধা কোটা সম্পর্কে সচিব বলেন, মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষনের বিষয়ে কোর্টের আদেশ আছে, সে অনুযায়ীই তা চলবে।
পিছিয়ে পড়া জনগোষ্ঠি সম্পর্কে জানতে চাইলে শফিউল আলম বলেন, দেশে অনগ্রসর জনগোষ্ঠী অগ্রসর হয়ে গেছে। এখন আর অনগ্রসর নাই। তাই এ ক্ষেত্রে কোটার দরকার হবে না।