ইরাকে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অবস্থানে বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী। বুধবার ইরাকের মধ্যাঞ্চলীয় সালাহুদিন প্রদেশের একটি দুর্গম এলাকায় বিমান হামলায় সাত জঙ্গি নিহত হয়েছে।
প্রাদেশিক পুলিশ সূত্র এ হামলার কথা নিশ্চিত করেছে। প্রাদেশিক মিডিয়া দপ্তরের পক্ষ থেকে মোহাম্মাদ আল-বাজি বলেন, প্রদেশটির পূর্বাঞ্চলের দুর্গম এলাকা মিবিজায় বিমান হামলা চালিয়ে আইএসের দু’টি গোপন আস্তানা ও তাদের ব্যবহৃত দু’টি সুড়ঙ্গ পথ গুড়িয়ে দেয়া হয়েছে। এতে আইএসের ছয় জঙ্গি নিহত হয়েছে। এলাকাটি আইএসের ঘাঁটি।
এর আগে নিরাপত্তা বাহিনীর আইএস বিরোধী ব্যাপক অভিযানে প্রদেশিক রাজধানী তিকরিতসহ সালাহুদিনের গুরুত্বপূর্ণ বিভিন্ন নগরী থেকে শত শত জঙ্গি পালিয়ে যায়। তবে তারা দুর্গম এলাকায় অবস্থান নেওয়ায় এবার অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে।