নিচু সারীর দলগুলোকে নিয়ে এবার বেশ ভালোভাবেই পর্যবেক্ষণ করতে যাচ্ছে ফিফা। বিশেষে করে নারী দলকে নিয়ে এবার আলাদাভাবেই ভাবতে যাচ্ছে ফিফা।
আধুনিক যুগে বিশ্বব্যাপী পুরুষ ফুটবলের অবকাঠামোগত যে উন্নতি হয়েছে, তা বিস্ময়কর। সেই তুলনায় নারী ফুটবলে কিছুই হয়নি। গত কয়েক বছরে এশিয়ায় সাফের মতো কয়েটি আঞ্চলিক টুর্নামেন্ট হলেও বড় ধরণের আন্তর্জাতিক প্রতিযোগিতা খুব একটা হয়নি।
সদস্য কিংবা সহযোগী দেশগুলোর সঙ্গে কিভাবে কাজ করা হবে, বই আকারে সেই নীতিমালা তৈরি করেছে ফিফা। এখন থেকে প্রতিটি দেশের ক্লাব ফুটবলকে গুরুত্ব দেয়া হবে। আর সেটা হলে বড় দেশগুলোর মতোই সমান গূরতব পাবে বাংলাদেশ দল।