দেশে নতুন আরেকটি মোবাইল ফোন সংযোজন কারখানার উদ্বোধন হয়েছে গতকাল শুক্রবার। ‘ফাইভ স্টার মোবাইল’ ব্র্যান্ডের হ্যান্ডসেট সংযোজনে দেশে কারখানাটি করছে আল-আমিন ব্রাদার্স।
গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশেই ছয়দানায় অন্তত ২০ হাজার বর্গফুট জায়গায় কারখানাটি স্থাপন করা হয়েছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য কারখানায় প্রথমাবস্থায় ফিচার ফোন বানানো।
তবে খুব শিগগিরি স্মার্টফোন সংযোজনের কাজও করবে কোম্পানিটির। কারখানার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাোযাগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
আল আমিন ব্রাদার্স প্রথমে তাদের কারখানায় বিনিয়োগ করেছে ৩০ কোটি টাকা। এই বিনিয়োগ সামনে আরও বাড়াবে।এর অাগে দেশে সর্বপ্রথম ফোন সংযোজন কারখানা করে ওয়ালটন। এরপর স্যামসাং, সিম্ফোনি এবং আইটেল কারখানা করে উৎপাদন শুরু করেছে।