চীন মানেই নিত্যনতুন গবেষণা আর আবিষ্কার। প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি পণ্য আবিষ্কারের মধ্যদিয়ে প্রযুক্তির দুনিয়ায় নতুন মাত্রা অর্জন করেছে চীন। এবার এক বিস্ময়কর আবিষ্কারের বার্তা দিল দেশটি। তাদের আকাশে নাকি দেখা যাবে আস্ত চাঁদ!
আস্ত চাঁদ তৈরির খবরে আপনার চোখ নিশ্চয়ই কপালে উঠেছে। তবে সত্যি সত্যি কৃত্রিম চাঁদ তৈরির উদ্যোগ নিয়েছে চীন। উদ্যোগটি ইতিমধ্যেই অনেক দূর এগিয়েছে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। ধারণ করা হচ্ছে, ২০২০ সালেই কৃত্রিম চাঁদটি চীনকে আলোকিত করবে।
বলা হচ্ছে, ২০২০ সালে চীনের একটি শহরে উৎক্ষেপণ করা চাঁদটি আকাশ থেকে চারপাশের প্রায় ৫০ কিলোমিটার এলাকাকে আলোকিত করবে। এই কৃত্রিম চাঁদটি চীনের চেংগদু শহরে উৎক্ষেপণের কথা রয়েছে।
কৃত্রিম চাঁদটি মূলত একটি কৃত্রিম উপগ্রহ। যা চেংদু শহরের ওপর নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করা উপগ্রহটি সত্যিকারের চাঁদের চাইতেও আটগুণ বেশি আলো দেবে বলে জানিয়েছেন চীনা বিজ্ঞানীরা।