Breaking News
Home / বাংলাদেশ / সংলাপ : বিপরীতমুখী ড.কামাল-ফখরুল

সংলাপ : বিপরীতমুখী ড.কামাল-ফখরুল


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপে সন্তুষ্ট নন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ড. কামাল বলেছেন, ‘আলোচনা ভাল হয়েছে।’

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় পূর্ব আমন্ত্রণ অনুযায়ী এ সংলাপ শুরু হয়। গণভবনে প্রধানমন্ত্রীর সাথে ঐক্যফ্রন্টের সংলাপ সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা ৩৫ মিনিট পর্যন্ত চলে।

সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য ঐক্যফ্রন্টের নেতাদের আহ্বান জানান। তবে ছোট পরিসরে আবারও বসতে চেয়েছেন তিনি।

অন্যদিকে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের জানিয়েছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হয়নি। তিনি বলেন, ‘আলোচনার দ্বার খোলা রয়েছে।’

এর আগে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে গণভবনে এসে পৌঁছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন আহমেদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

পরে ৭টার দিকে গণভবনে আসেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডির আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সহ সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ। এর পরপরই ব্যাংকুয়েট হলে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

About জানাও.কম

মন্তব্য করুন