তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
উৎসবমুখর আয়োজনের কেককাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে তেঁতুলিয়ায় পালিত হয়েছে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় চৌরাস্তা বাজারের তেঁতুলিয়া ক্লাব হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেকককাটার মধ্যে দিয়ে এ প্রতিবার্ষিকী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। পরে এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি সোহরাব আলীর সভাপতিত্বে দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলামের শুভেচ্ছা বক্তব্যের পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোখলেসুর রহমান, প্রকৌশলী আবু সাঈদ. দৈনিক বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মাহমুদ আজহার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংবাদিক জাবেদুর রহমান জাবেদ, আবু তাহের আনসারী, এস কে দোয়েল, মোবারক হোসাইন, আতিকুজ্জামান শাকিল, মুহম্মদ রনি, আহসান হাবীব, জুলহাস উদ্দিন, খাদেমুল ইসলাম, রবিউল ইসলাম রতন প্রমূখ।