আশুগঞ্জ থেকে মোঃ ফারুক মিয়াঃ
ব্র্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনকে বি-গ্রেডের সকল সুযোগ সুবিধা নিশ্চিতকরনের দাবিতে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আশুগঞ্জ রেলস্টেশনের ১ নং প্লাটফর্মে সকাল থেকে দুপুর পর্যন্ত এই অবস্থান ধর্মঘট পালন করা হয়। এতে একাত্বতা পোষন করে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি। সভায় জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের আহবায়ক হাজী মো. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, উপজেলা আওয়ামীলীগ নেতা হেবজুল বারী, সংগঠনের সদস্য সচিব মো. মোবারক আলী চৌধুরী প্রমূখ।
সভায় বক্তারা বলেন, স্টেশনটি বি-গ্রেড থাকলেও এই গ্রেডের মান অনুযায়ী কোন সুযোগ সুবিধা পাচ্ছেনা যাত্রীরা। তারা অনতিবিলম্বে স্টেশনটিতে বি-গ্রেডের সকল সুযোগ সুবিধা বাস্তবায়নের দাবী জানান। তবে দাবী মানা না হলে আরো কঠোর কর্মসূচির হুংকার দিয়ে রেল মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
Home / অঞ্চলিক সংবাদ / ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেল স্টেশনে বি-গ্রেডের সুযোগ সুবিধার দাবিতে অবস্থান ধর্মঘট