ব্রাহ্মণবাড়িয়া থেকে নিতাই চন্দ্র ভৌমিকঃ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে দফায় দফায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। শুক্র ও শনি এই দু’দিনে উপজেলার দুর্গাপুর গ্রামের বারোঘইরা ও নজার বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্য জাকির গুরুতর আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুর্গাপুর গ্রামের বারোঘইরা বাড়ির ইমরানের সঙ্গে পার্শ্ববর্তী নজার বাড়ির অটোরিকশা চালক সুমনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ ঘটনায় আগের দিনের জের ধরে শনিবার আবারও দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পুলিশ সদস্য এ এস আই এমদাত ও জাকিরসহ দুই দিনে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো.হানিফ মুন্সি ও সরাইল (সারর্কেল) এ এস পি মো.মুকবুল হোসেন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।