জানাও ডেস্কঃ চিনের করোনা ভাইরাসে ভারতে আতঙ্ক। কলকাতা সহ দেশের ৭টি বিমানবন্দরে সতর্কতা জারি করল ডিজিসিএ। চিন ও হংকং থেকে আসা যাত্রীদের পরীক্ষার পরই ছাড়া হবে। সার্সের তুতো ভাই বলে ডাকা হচ্ছে করোনা ভাইরাসকে। বিশেষজ্ঞদের দাবি, সার্সের থেকেও অনেকক্ষেত্রে করোনা ভাইরাস অনেক বেশি বিপজ্জনক।
চরিত্রে সার্সের মত। যদিও সার্সের থেকেও বিপজ্জনক এক ভাইরাস। করোনা ভাইরাস নিয়েই দক্ষিণ পূর্ব এশিয়ায় রীতিমতো আতঙ্ক। চিনের ইউহান থেকে করোনা এই মারণ ভাইরাস ছড়িয়েছে। হংকংয়েও দ্রুত ছড়াচ্ছে করোনা ভাইরাস।
বিশেষজ্ঞরা বলছেন, সার্সের তুতো ভাই এই করোনা ভাইরাস।
দেহে করোনা সংক্রমণ হলে কীভাবে বোঝা সম্ভব? চিকিৎসকরা জানাচ্ছেন, করোনা সার্সের মতো নয়। সহজে এ ভাইরাস ধরা দেয় না।
উপসর্গ ও লক্ষণ
প্রাথমিকভাবে সর্দি, কাশি থেকে নিউমোনিয়া। সঙ্গে প্রবল জ্বর, শ্বাসকষ্ট। এটাই প্রাণঘাতী হয়ে ওঠে। এতে অ্যান্টিবায়োটিক কাজ করে না বলে এই ভাইরাস কাবু করা কঠিন। প্রাথমিকভাবে এর উপসর্গও বোঝা শক্ত।
করোনা ভাইরাস থেকে বিশ্ব স্বাস্থ্যে সংকট তৈরি হওয়ার আশঙ্কা। তেমনটা ঘটলে, পরিস্থিতি মোকাবিলা নিয়ে জরুরি বৈঠক সেরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সার্স মোকাবিলা থেকে শিক্ষা নিয়েই তৈরি থাকতে চাইছেন চিকিৎসকরা।
যদি আপনি এই ভাইরাসে আক্রান্ত হন তাহলে যে কাজগুলি অবশ্যই করবেন তা জেনে নিন-
চিন থেকে সারা বিশ্বে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ‘করোনা’ ভাইরাস ৷ এই ভাইরাসের এখনও কোনও ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কৃত হয়নি ৷ রোগের লক্ষ্ণও সাধারণভাবে সর্দিকাশির মতো ৷ কিন্তু ঘাপটি মেরে থাকা ‘করোনা’ ভাইরাস কেড়ে নিতে পারে প্রাণ ৷
যদি আপনি এই ভাইরাসে আক্রান্ত হন তাহলে যে কাজগুলি অবশ্যই করবেন তা জেনে নিন-
• ঘরের মধ্যে থাকুন ৷ লোকজনের সংসর্গ এড়িয়ে চলুন ৷
• হাঁচি, কাশির সময় টিস্যু ব্যবহার করুন ৷ ব্যবহার করার পর হাত অবশ্যই ধুয়ে নেবেন ৷
• বাইরে বের হলে পরিষ্কার কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন ৷
• প্রচুর জল বা তরল খাবার খান ৷
• গরম জলে স্নান করুন ৷