ব্রাহ্মণবাড়িয়া নিতাই চন্দ্র ভৌমিকঃ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠানের ভবনের নামকরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের পরিচালনা পরিষদ সভাপতি,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর উদ্যোগে পৌর কলেজের ৪তলা একাডেমীক ভবনের নামকরণ করা হয়েছে আচার্য জগদীশ চন্দ্র বসু ভবন নামে। গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মাধ্যমে এ নামকরণ করেন। একই সাথে তিনি কলেজ প্রতিষ্ঠাতা সাবেক উপমন্ত্রী এড.হুমায়ুন কবীর স্মরণে কলেজের নিজস্ব অথ্যায়নে দ্বিতল ভবনটি ভবনেরও বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর ভবন নামে শুভ উদ্ধোধন করেন। এসময় পৌর কলেজ অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে ও প্রভাষক মো.মনির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র মিসেস
নায়ার কবীর,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, শিক্ষক পরিষদ সম্পাদক ফরিদ উদ্দিন। কলেজ অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথ জানান,নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সামনে
সেরা বাঙ্গালি বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুকে
উপস্থাপন,তাদেরকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার লক্ষেই কলেজ পরিচালনা পরিষদ সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মহোদয় কলেজের প্রধান একাডেমীক ভবনটির নামকরণ করেছেন
আচার্য জগদীশ চন্দ্র বসু ভবন নামে।