জানাও প্রতিনিধিঃ যুক্তরাজ্যের দক্ষিণ লন্ডনে ছুরিকাঘাতে বেশ কয়েকজন আহত হয়েছে।পরে হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। শনিবার দক্ষিণ লন্ডনের স্ট্রিয়াথাম এলাকায় একটি সুপারমার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে ঘোষণা করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছুরি নিয়ে হামলার পর ঘটনাস্থলে অন্তত তিনটি গুলির শব্দ শোনা যায়। এ ঘটনার পর ওই এলাকা চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার একদিন পরই এই হামলার ঘটনা ঘটলো।