জানাও ডেস্কঃ রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা মামলা পরিচালনার জন্য তহবিল সংগ্রহ করবে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। এ লক্ষে এক অঙ্গীকারমূলক সম্মেলনের সিদ্ধান্ত হয়েছে। আগামী ৩-৪ এপ্রিল নাইজারে ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের (সিএফএম) বৈঠকের সময় এ সম্মেলনের আয়োজন করা হবে।
মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় ওআইস’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক সভায় (সিএফএম) এ সিদ্ধান্ত হয়। সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিঞ্জপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ জানুয়ারি আইসিজে রোহিঙ্গাদের ওপর পুনরায় গণহত্যা চালানো রোধে সাময়িক পদক্ষেপ গ্রহণের বিষয়ে যে রায় দিয়েছে- এসওএম একে সর্বসম্মত ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে স্বাগত জানিয়েছে। এছাড়া গাম্বিয়াকে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে বাংলাদেশের প্রস্তাবেও ওআইসি প্রতিনিধিরা সম্মত হয়েছেন।