এনামুল হক আরিফ মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদাতাঃ ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের সহগনিশিন পীর আলহাজ্ব মাওলানা মুফতি শাহ্ সূফী সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল হোসাইনি বলেছেন, বেপর্দা চলাফেলার কারণে দেশে ধর্ষন, ইভটিজিং ও অনৈসলামিক কার্যকলাপ মারাত্মক বৃদ্ধি পেয়েছে। আল্লাহ পাক স্বয়ং নারী পুরুষের মাঝে পর্দা ফরজ করে দিয়েছেন। অবশ্যই সবাইকে পর্দা মানতে হবে। আদর্শ সমাজ গঠনে পর্দার কোন বিকল্প নেই। মা বাবার খেদমত ও সেবা যত্ন করতে হবে। নিজে নামাজ পরতে হবে এবং পরিজনের মধ্যে নামাজ কায়েম করতে হবে। তিনি আগামি ১৩ ও ১৪ মার্চ রোজ- শুক্র ও শনিবার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের কেন্দ্রিয় বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলকে সফল ও সার্থক করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি গত ২৪ ফেব্রুয়ারী মাধবপুর উপজেলাধীন কড়রা গ্রামে এক ইছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মো: স্বপন চৌধরীর সভাপতিত্বে এবং মাহফিলেট আহ্বায়ক মোঃ জালাল মিয়ার পরিচালনায় ওয়াজ করেন, আলহাজ্ব মাওলানা ইব্রাহিম সিদ্দিজী, মাওলানা মুঞ্জুরুল ইসলাম, মাওলানা সৈয়দ জাকারিয়া আহমাদ, আলহাজ্ব মাওলানা আবুল কালাম, মাওলানা মোস্তাক আহমেদ, মাওলানা গিয়াস উদ্দিন। উপস্থিত ছিলেন, দৈনিক ইনকিলাবের মাধবপুর উপজেলা প্রতিনিধি কে. এম শামছুল হক আল মামুন। পরে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের শান্তি ঐক্য ও মুর্দার মুসলমানের রুহের মাগফেরাত কামনা করে সর্বশক্তিমান আল্লাহর নিকট মোনাজাত করা হয়।
Home / অঞ্চলিক সংবাদ / পর্দার অভাবে দেশে ধর্ষন ইভটিজিং ও অনৈসলামিক কার্যকলাপ বৃদ্ধি – পীরজাদা সৈয়দ মঈনুদ্দিন আহমাদ