Breaking News
Home / অঞ্চলিক সংবাদ / সড়ক দূর্ঘটনায় নিহত ৬ জনের লাশ হস্তান্তর

সড়ক দূর্ঘটনায় নিহত ৬ জনের লাশ হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া নিতাই চন্দ্র ভৌমিকঃ
সড়ক দূর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের রামপুরায় নিহত হওয়া ৬জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য ও কিশোর কুমার দাসের উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গ থেকে মরদেহ গুলি স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পুড়ে ছাই হয়ে যাওয়ায় নিহতদের প্রথমে কেউ তাদের চিনতে পারছিল না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে মরদেহ তারা সনাক্ত করে। অবশেষে প্রশাসনের লোকজন নিহত ছয়জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে ময়নাতদন্ত ছাড়াই।

নিহতরা হলেন- শাকিল (২৫), হারুন (৫০), সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)।

এই ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। আহতরা হলেন- শাহিন (৩০), বিজয় (১৯), আবীর (১৯) ও জিসান (২৪)। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হতাহতদের সবাই নারায়নগঞ্জ জেলার বন্দরের নবীগঞ্জ টি হোসেন রোড এলাকার বাসিন্দা।

এর আগে, ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ভাটি কালিশিমা এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

About জানাও.কম

মন্তব্য করুন