Breaking News
Home / শিল্প-সাহিত্য / কবিতা / তাই যদি হয় – এস. আর.নন্দিনী

তাই যদি হয় – এস. আর.নন্দিনী

পৃথিবী আজ শঙ্কিত!
নীরবতা ক্রমশই গাঢ় থেকে প্রগাঢ়
তুমিও নিশ্চয় ভয়ে ভীত
আমি শুধুই প্রতীক্ষারত;
মৃত্যু এলে হাসি মুখে করব তারে বরণ
হাসি ঠিকই থাকবে মুখে পাল্টাবে তার ধরণ,
যত পিছুটান অবসান হবে এবার
ভয়ে কেউ স্পর্শ করবে না দেহ, নিবেনা তার ভার!
জীবিত বা মৃত হই,
লাশটুকু ও কারো ধরা ছোঁয়ার নেইকো ভয়।
সুস্থ ভাবে বেঁচে থাকতে এটাই তো ছিল প্রার্থণা
মৃত্যুতেই তবে অবসান হোক না পাওয়ার যত যন্ত্রনা।
বেঁচে থেকে সুখ সময়ে নাই বা পেলাম পাশে
খারাপ দিনেই না হয় তোমার আপন হলাম শেষে,
পৃথিবী তোমায় ত্যাগ করুক,কি বা আমার তাতে?
পারব না তবুও তোমায় ছেড়ে দূরে কোথাও যেতে,
পরিনতি মোর জানাই তো আছে
তোমায় জড়িয়ে জীবনের শেষ সময়টুকুই না হয় থাকব পাশে;
তুমি হীনা এ ভূবন চাই না প্রিয়
যাবেই যদি এই না মোরে সাথেই নিও।

About জানাও.কম

মন্তব্য করুন