Breaking News
Home / অঞ্চলিক সংবাদ / ভৈরবের মটর সাইকেল সার্ভিসিং সেন্টারে আগুনে দগ্ধ ৩ জনের মধ্যে ২ জনের মৃত্যু

ভৈরবের মটর সাইকেল সার্ভিসিং সেন্টারে আগুনে দগ্ধ ৩ জনের মধ্যে ২ জনের মৃত্যু

পূর্ণিমা হোসাইন ভৈরব প্রতিনিধিঃ
গতকাল শনিবার বিকেল সারে ৩ টার সময় বাজাজ মটর সাইকেল শো- রুমের মটর সাইকেল সার্ভিসিং সেন্টারে ভয়াবহ আগুনে ৩ জন দগ্ধ হয়।৩ জনের মধ্যে ২জনের সারা শরীর আগুনে জ্বলছে যায়।পরে ৩ জনকেই সাথে সাথে স্থানীয় হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফারেন্স করা হয়। ৩ জনের অবস্থাই আশংকা জনক ছিল।
দগ্ধ ৩ জনের মধ্যে ২ জনের চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যু হয়।

মারা যাওয়া দুজন হলেন শোরুমের বিক্রয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম ও বিক্রয়কর্মী রাখাল বিশ্বাস।
সাইফুল ইসলাম ভোর ৪ টার সময় মারা যায় এবং রাখাল বিশ্বাস সকাল ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যায়।
দগ্ধ হওয়া ৩ য় ব্যক্তি হৃদয় আশংকামুক্ত।সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছে।

দুজনের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল আলম খান।
জানা যায়, সাইফুল ও রাখাল মটর সাইকেল সার্ভিস করছিল। পরে সিগারেটের আগুন পেট্রোলে লাগলে হঠাৎ বিকট শব্দ হয়ে আগুনটি লেগে যায়। পরে আশেপাশের লোকজন আগুনে নাইট্রোজেন গ্যাস ও বলু দিয়ে অল্প আগুন কমিয়ে ভিতর থেকে সবাইকে পুড়া শরীর নিয়ে বের করে।তারপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

About জানাও.কম

মন্তব্য করুন