Breaking News
Home / অঞ্চলিক সংবাদ / গোলাপগঞ্জ ফুলকলি শাখার পরিচালক ক্ষমাপ্রার্তী

গোলাপগঞ্জ ফুলকলি শাখার পরিচালক ক্ষমাপ্রার্তী

চৌধুরী মুহায়মিন সোবহান ফাহিম:
দোকানের প্রবেশমুখে ‘বিদেশী লোকের প্রবেশ নিষেধ’ লিখে বিপাকে পড়েছিল ফুলকলি সুইটস এন্ড পিওর ফুড কর্তৃপক্ষ। মুহুর্তের মধ্যেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনার চাপে পড়ে ‘বিদেশী লোকের প্রবেশ নিষেধ’ ষ্টিকারটি সরিয়ে ফেলেছে ফুলকলি গোলাপগঞ্জ শাখা কর্তৃপক্ষ।
এ নিয়ে গোলাপগঞ্জ ফুলকলি শাখার পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, আমাদের ভুল হয়েছে ক্ষমা করে দিন, ফুলকলি সবার জন্য উন্মুক্ত। আমাদের একটি স্টাফ ভুল করে ‘বিদেশী লোকের প্রবেশ নিষেধ’ লেখাটা লিখেছিল।

About জানাও.কম

মন্তব্য করুন