Breaking News
Home / অঞ্চলিক সংবাদ / সড়কের পাশে অসুস্থ হয়ে পড়া ফিনল্যান্ড নাগরিক এখন হসপিটালে

সড়কের পাশে অসুস্থ হয়ে পড়া ফিনল্যান্ড নাগরিক এখন হসপিটালে


চৌধুরী মুহায়মিন সোবহান ফাহিমঃ
নগরের মীরবক্সটুলায় সড়কের পাশে অসুস্থ হয়ে পড়েছিলেন ফিনল্যান্ড নাগরিক মি. মার্কু (৪৫)। তিনি প্রায় দুই মাস আগে বাংলাদেশ ঘুরতে এসেছিলেন।

আজ শনিবার বিকাল ৫টার দিকে তিনি অসুস্থ হয়ে রাস্তার পাশে পড়ে থাকলে সেখানে ভীড় করেন সাংবাদিকসহ স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সেখানে এসে অ্যাম্বুলেন্স কল করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, ফিনল্যান্ডের ওই যুবকের নাম মি. মার্কু (৪৫)। প্রায় দেড় মাস ধরে তিনি সিলেটে অবস্থান করছিলেন। হাওয়াপাড়াস্থ হোটেল নাজালের ৩০ নম্বর রুমে থাকছিলেন তিনি।

মহানগর পুলিশের অতিরক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, “আজ বিকালে অসুস্থতা অনুভব করায় মি. মার্কু হোটেল থেকে বেরিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এর মধ্যে মীরবক্সটুলাস্থ খায়রুন ভবনের অপজিটের এয়ারটেল অফিসের সামনে তিনি অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।”

About জানাও.কম

মন্তব্য করুন