Breaking News
Home / অঞ্চলিক সংবাদ / ব্যস্ত সময় কাটাচ্ছে র‌্যাব-৯, টহল জোরদার

ব্যস্ত সময় কাটাচ্ছে র‌্যাব-৯, টহল জোরদার

চৌধুরী মুহায়মিন সোবহান ফাহিম:
নগরীতে টহল জোরদার করেছে র‌্যাব-৯। ২ এপ্রিল বৃহস্পতিবার নগরীর বিভিন্ন স্থানে র‌্যাব সদস্যদের এই টহল লক্ষ্য করা গেছে।

র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর এ এস পি সত্যজিত ঘোষের নেত্বত্বে এই টহল চলাকালে হ্যান্ডমাইকযোগে সচেতনতা মুলক প্রচারণা, বিভিন্ন প্রচারপত্রসহ সবাইকে নিরাপদে বাসায় অবস্থান করার অনুরোধ জানানো হয়।

About জানাও.কম

মন্তব্য করুন