Breaking News
Home / অঞ্চলিক সংবাদ / সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত একজন শনাক্ত

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত একজন শনাক্ত


চৌধুরী মুহায়মিন সোবহান ফাহিমঃ
সিলেটে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।
রবিবার (০৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেন তিনি।

তিনি জানান, বর্তমানে রোগী তার নিজ বাসাতেই আছেন। বাসাটি লকডাউন করার প্রক্রিয়া চলছে।

ওই ব্যক্তির করোনা উপসর্গ দেখা দিলে তার স্যাম্পল ঢাকায় পাঠানো হয়। রোববার (৫ এপ্রিল) তার রিপোর্টে করোনা পজিটিভ আসে।

দেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন সংক্রমণ বেড়েছে। সবশেষ হিসাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১২৩ জন। মারা গেছেন ১২জন। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৩ জন।

About জানাও.কম

মন্তব্য করুন