Breaking News
Home / অঞ্চলিক সংবাদ / অলিপুরে চলছে বেস্টবাই সপের রমরমা ব্যবসা

অলিপুরে চলছে বেস্টবাই সপের রমরমা ব্যবসা


হবিগঞ্জ প্রতিনিধি এনামুল হক আরিফঃ শায়েস্তাগঞ্জে সরকারি নির্দেশ অমাণ্য করে অলিপুরে আর এফ এলের বেস্ট বাই শোরুম তাদের বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রেখেই চলছে।

প্রতিদিন সকাল ৬ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত তাদের প্রতিষ্ঠান চালু রাখা হচ্ছে। অলিপুর বেস্টবাই শোরুমে কাজ করছেন ১৩-১৪ জন কর্মচারী।

জীবনের ঝুকি নিয়ে তারা ও চাকুরী বাচাতে কাজ করে চলেছেন।অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের ব্যবসা এখন আরো রমরমাভাবেই চলছে।

দেশের চলমান পরিস্থিতিতে তাদের উন্মুক্ত এই প্রতিষ্ঠান এ রয়েছে করোনা ভাইরাস সংক্রমণের আশংকা। এমনিতেই হবিগঞ্জে অলিপুরে শিল্প কারখানা গড়ে উঠায়, হাজারো মানুষের জনসমাগম হয়।

এ বিষয় নিয়ে এলাকায় সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে।

গতকাল শনিবার (২ মে) বিকাল ৩ টায় গিয়ে দেখা যায়, তাদের পুরো প্রতিষ্ঠান ই খোলা রয়েছে। তাদের শোরুমে প্রতিদিন শতশত ক্রেতারা ঝুকি নিয়ে আসা যাওয়া করেন।

এ ব্যাপারে অলিপুর বেস্ট বাই শোরুম এর ম্যানেজার মো, মিজানুর রহমান জানাও ডটকম এবং হবিগঞ্জের খবর কে বলেন, আমরা আইন মেনেই প্রতিষ্ঠান খোলা রেখেছি। আমাদের ডেইলি শপ খোলা রয়েছে, কেউ কেউ অন্যান্য জিনিসপত্র কিনতে চাইলে কাস্টমারের চাহিদার কারণে আমাদের বিক্রি করতে হয়।

এ ব্যাপারে বেস্ট বাই সপের এরিয়া ম্যানেজার মোস্তাফিজুর রহমান জানান,আমরা সেইফটি রেখে শুধু এমনিতেই আমরা ফুড আইটেম বিক্রি করছি, অন্যান্য জিনিসপত্র কেউ কিনতে চাইলে বিক্রি করি। এ বিষয় এ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতনমহল।

About জানাও.কম

মন্তব্য করুন