Breaking News
Home / অঞ্চলিক সংবাদ / মাধবপুরে ৬০ পরিবারের মাঝে বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ

মাধবপুরে ৬০ পরিবারের মাঝে বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ

এনামুল হক আরিফঃ, হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় করোনার প্রভাবে কর্মহীন, অসহায় ও নিম্ন আয়ের শ্রমজীবি ৬০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল (১৮মে) সোমবার সকালে উপজেলার তেলিয়াপাড়া বিওপি সংলগ্ন খোলা মাঠে স্বাস্হ্যবিধি মেনে হবিগঞ্জ ব্যাটলিয়ান (৫৫) বিজিবি অধিনায়ক লেঃকর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রদত্ত ত্রান সামগ্রী অসহায় পরিবারের মাঝে বিতরণ করেন। ত্রান সামগ্রী গুলে যা ছিল, চাল, আটা, ডাল, তেল, ছোলা, এবং লবন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক নাসির উদ্দিন , কোম্পানী ও বিওপি কমান্ডার, স্হানী জন প্রতিনিধি,গন্যমান্য ব্যক্তি বর্গ।

About জানাও.কম

মন্তব্য করুন