ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-জাতীয় কন্যা শিশু দিবস” এ উপলক্ষে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিমুল হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. হানিফ মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জনাব মো. সেলিম পারভেজ, (মহিলা) ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, মহিলা বিষয় কর্মকর্তা তাসরিমা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মিজিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দ।