ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গতকাল ২-অক্টোবর রাত ১১টার দিকে ইয়াবাসহ নিজ বসত ঘর থেকে গোপন সংবাদের ভিত্তিতে কায়কোবাদ নামে এক যুবককে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। আটক কায়কোবাদ উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা এলাকার মৃত আব্দুল আজিজ এর পূত্র ও বর্তমান আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেমের ভাতিজা।
পুলিশ জানায়, গেল রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কায়কোবাদের বসত ঘরে অভিযান চালায় পুলিশ এসময় তার কাছে ২৬০ পিচ্ ইয়াবা পাওয়া গেলে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
এবিষয়ে আখাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই খোরশেদ আলম জানান, কায়কোবাদ বহুদিন যাবত মাদক ব্যবসা করে আসছে তার বিরোদ্ধে আখাউড়া থানায় মাদক মামলা রয়েছে। গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বসত ঘরে অভিজান চালিয়ে ২৬০পিচ্ ইয়াবা সহ তাকে আটক করি। তার বিরোদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।